তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কাঁকসার মাধব মাঠে দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে রয়েছে পানীয় জলের টিউবওয়েল।এলাকায় বেশ কয়েকটি টিউবওয়েল বেহাল হয়ে পড়ে থাকার কারণে পানীয় জলের সমস্যা দেখা দিয়েছে ওই এলাকায়।
পানীয় জলের টিউবওয়েল গুলি দ্রুত মেরামতের দাবিতে আজ দুপুরে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাছে ডেপুটেশন জমা দিলো বিজেপি কর্মীরা।
এদিন ডেপুটেশন কর্মসূচিতে যোগ দেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মা সহ কাঁকসার বিজেপি কর্মী সমর্থকরা।
রমন শর্মার অভিযোগ গত কয়েক মাস আগে কাঁকসার মাধব মাঠে টিউবওয়েল গুলি বেহাল হয়ে পরে ছিল।স্থানীয় বাসিন্দারা নিজেদের টাকা খরচ করে সেগুলি মেরামত করে। প্রশাসনের কোনো দায়িত্ব নেই এই বিষয়ে।
ফের টিউবওয়েল গুলি খারাপ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা। দ্রুত মেরামতের দাবি নিয়ে তারা কাঁকসা গ্রাম পঞ্চায়েতের কাছে ডেপুটেশন দিয়েছেন।
কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং জানিয়েছেন। তারা দ্রুত এলাকার বেহাল টিউবওয়েল গুলি মেরামতের ব্যবস্থা করবেন।