তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- প্রধান মন্ত্রী আবাস যোজনায় তালিকা জন সমূক্ষে প্রকাশ করা হোক।এই দাবিতে বৃহস্পতিবার বিকালে কাঁকসার বিডিও কে ডেপুটেশন দিলো বিজেপি কর্মীরা।
এদিন ডেপুটেশনে উপস্থিত ছিলেন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা,বিজেপি নেতা পরিতোষ বিশ্বাস সহ অন্যান্যরা।
বিজেপি নেতা রমন শর্মার দাবি কাঁকসা ব্লকে ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সার্ভে হয়েছে তা সম্পন্ন হওয়ার পরে গত ২৭ তারিখে জন সমুক্ষে প্রকাশ করার কথা হলেও সেই তালিকা তারা দেখতে পান নি।
তার অভিযোগ 'আবাস যোজনা নিয়ে তৃণমূলের যে স্বজন পোষণ হয়েছে তা অত্যন্ত লজ্জাজনক।রাজ্য জুড়ে আবাস যোজনা নিয়ে দুর্নীতি করেছে তৃণমূল।'
সেই আবাস যোজনার চূড়ান্ত যে তালিকা তৈরি হয়েছে সেই তালিকায় কাদের নাম রয়েছে। তা সমস্ত পঞ্চায়েত প্রধান দের দেওয়া হলেও সকলের সামনে তা তুলে ধরা হোচ্ছে না। সেই দাবি নিয়ে তারা কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশনের মাধ্যমে আবেদন জানিয়েছেন।