তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- ৩দিনের পুলিশি হেফাজতের পর সোমবার পানাগড় বায়ু সেনা ছাউনি থেকে ধৃত বৃদ্ধ কে মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত বৃদ্ধর নাম নিয়ামত খান।তার বাড়ি মুর্শিদাবাদ জেলায়।
ধৃত বৃদ্ধ গত বৃহস্পতিবার কোনো ভাবে পানাগড় বায়ু সেনা ছাউনিতে প্রবেশ করে যায়।সন্দেহজনক ভাবে ওই বৃদ্ধকে বায়ু সেনা ছাউনির ভিতরে ঘোড়া ঘুড়ি করতে দেখে বায়ু সেনা ছাউনির নিরাপত্তারক্ষীরা আটক করে পুলিশের হাতে তুলে দিলে পুলিশ ওই বৃদ্ধ কে গ্রেফতার করে শুক্রবার মহকুমা আদালতে পেশ করলে।মহকুমা আদালতের বিচারক তাকে ৩দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।