সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- রেল পুলিশের বিরুদ্ধে সরব হল পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি।বৃহস্পতিবার তারা বর্ধমান স্টেশনের আরপিএফ অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ দেখায়।
তাদের অভিযোগ হকারদের মিথ্যা অভিযোগে ধরপাকড় করা হচ্ছে। তাদের জরিমানা করা হচ্ছে। হকারদের রুটি রোজকারে টান পড়ছে।জেলা সভাপতি মহম্মদ সেলিমের নেতৃত্বে আরপিএফ অফিসের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন দেওয়া হয়।
মহম্মদ সেলিম বলেন দু'পক্ষই একে অপরকে সহযোগিতা করবে। যাতে কাজের ক্ষেত্রে কোন সমস্যা না হয়।এই বিষয়ে আলোচনা হয় রেল পুলিশের সঙ্গে। আরপিএফ ইন্সপেক্টর মনোজ কুমার মৌরিয়া জানান কিছু সমস্যা ছিল। এই নিয়ে দু'পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।