নীলেশ দাস, আসানসোল :- সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনিতে ট্রাকটার সহ চালক ও খালাসি ঢুকে পড়লো।ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ট্রাকটারের খলাসরি। মৃত খালাসির নাম নবীন টুডু (৪০)।ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ট্রাকটার চালকে। আহত চালকের নাম জানা যায় রাজলাল মুর্মু।
ঘটনার খবর পেয়ে পৌঁছায় সালানপুর থানার পাহাড় গোড়া ক্যাম্পের পুলিশ এবং ইসিএলের সিআইএসএফ। ঘটনা প্রসঙ্গে জানা যায় খালি ট্রাকটার নিয়ে ফিরছিলেন তারা সেইসময় কোনোক্রমে এই দুর্ঘটনা ঘটে।
তবে পরিবারের অভিযোগ এই মোহনপুর খোলামুখ খনিতে সুরক্ষা বলে কিছু নেই। রাস্তার পাশে খনি রয়েছে কিন্তু গার্ড ওয়াল নেই। সামান্য ফিনিশিং তার দেওয়া রয়েছে। রাস্তায় নেই আলো। প্রায় দিনেই খনিতে পড়ে মৃত্যু হয় বিভিন্ন প্রজাতির পশুর। আহত ও মৃত পরিবার হচ্ছে গরীব। এবার তাদের পরিবার কি ভাবে চলবে। তারা দাবি জানান নায্য বিচার পাওয়া না পর্যন্ত তারা মৃতদেহ খনি থেকে তুলবেন না।