নীলেশ দাস, আসানসোল:- সোমবার সকালে আসানসোল উত্তর থানার পুলিশ বিজেপির নেতা তথা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও আসানসোল পৌরনিগমের বিরোধী দলের নেত্রী তথা পৌরনিগমের কাউন্সিলর চৈতালী তিওয়ারির নামে আগামী ২০ তারিখ থানাতে দেখা করার নোটিশ লাগিয়ে দিয়ে যায়।
জানা যায় সম্প্রতি আসানসোল উত্তর থানার রামকৃষ্ণ ডাঙ্গাল এলাকায় শিবচর্চা অনুষ্ঠানে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে তিনজন মারা যাবার পর বিজেপির কয়েকজন কর্মীর নামে থানায় অভিযোগ করা হয় যার মধ্যে জিতেন্দ্র তিওয়ারি ও বিজেপির কাউন্সিলর চৈতালী তিওয়ারির নাম ছিল। পুলিশ প্রশাসন কয়েকজন বিজেপি কর্মীদের গ্রেপ্তার করলেও জিতেন্দ্র তিওয়ারি ও চৈতালি তিওয়ারিকে গ্রেপ্তার করা সম্বভব হয় নি।
সোমবার সকালে চারজন পুলিশ অফিসার এবং একজন মহিলা পুলিশ অফিসার জিতেন্দ্র তিওয়ারির ফ্ল্যাটে এসে তালা বন্ধ দেখে তার ফ্ল্যাটে আগামী ২০ শে ডিসেম্বর সকাল দশটার মধ্যে শিবচর্চা অনুষ্ঠান করার যাবতীয় কাগজ নিয়ে দেখা করার নোটিশ লাগিয়ে দিয়ে আসেন। অন্যদিকে জিতেন্দ্র তিওয়ারি ফোন মারফৎ জানান তিনি পুলিশের নোটিশ সম্বন্ধে কিছু জানেন না তাকে কোন খবর দেওয়া হয় নি।