সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- দুর্গাপুরে ডিএমসি ক্যাজুয়াল সাফাই কর্মী আইএনটিইউসির ব্যানারে মঙ্গলবার দুপুর একটা সময় দুর্গাপুর নগর নিগমের সামনে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ দেখায় সাফাই কর্মীরা। ২০১০ সাল থেকে ওয়েস্ট বেঙ্গল আরবান এমপ্লয়ি স্ক্রিমে কাজ করছে ১৭৫২ জন সাফাই কর্মী। তারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করছিল, এই সাফাই কর্মীদের ন্যাচারাল জব আলাদা ছিল ।
দুর্গাপুর নগর নিগম কর্তৃপক্ষ মে মাস থেকে নির্মল বাংলা কাজের নামে 'সোডা প্রকল্প' চালু করেছে। প্রকল্পের জন্য নতুন লোক নিয়োগ না করে পুরনো সাফাই কর্মীদের এই কাজ করতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ তাদের। এবং বিভিন্ন ওয়ার্ডে যারা প্রতিবাদ করছে তাদেরকে বসিয়ে দেয়া হয়েছে।তাদেরকে পুনরায় নিয়োগ করতে হবে, সাফাই কর্মীদের দাবি না মারলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা।