সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমান ইনডোর ব্যাডমিন্টন অ্যাকাডেমির উদ্যোগে আন্তঃজেলা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ানশিপ অনুষ্ঠিত হল বর্ধমানে। রবিবার বর্ধমানের রেলওয়ে কমিউনিটি হলে একদিনের এই চ্যাম্পিয়নশিপে ৬২ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।
উদ্যোক্তারা জানান, পূর্ব বর্ধমান জেলা এখনো ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে অ্যাফিলিয়েশন পায়নি, তাই পশ্চিম বর্ধমানে গিয়ে তাদের খেলতে হয়। সেই জায়গায় এই ধরনের টুর্নামেন্ট ছাত্রছাত্রীদের বাড়তি অনুপ্রেরণা জোগাবে। এই অ্যাকাডেমি থেকে রাজ্যস্তর ও জাতীয় স্তরে খেলোয়াড়েরা সুযোগ পেয়েছে বলে জানান উদ্যোক্তারা।