সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- পাঠান সিনেমা বর্ধমানে চলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারী দিল একটি হিন্দু সংগঠন। রবিবার দুপুরে বর্ধমানের কার্জনগেট চত্বরে ওই সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।পাশাপাশি শাহরুখ খানের কুশপুতুল দাহ করা হয়।
সংগঠনের সদস্যা পূজা দেবনাথ বলেন গেরুয়া বসন ত্যাগের প্রতীক। সেই গেরুয়া বসনকে শাহরুখ খানের পাঠান সিনেমায় খুব খারাপ ভাবে দেখানো হয়েছে। এতে ভারতীয় সংস্কৃতিকে অপমান করা হয়েছে। তারা বর্ধমানের কোন সিনেমা হলে পাঠান সিনেমা দেখাতে দেবেন না বলে হুঁশিয়ারী দেন। দেখানো হলে তারা প্রতিবাদ করবেন।