সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- দুজন পাখিশিকারি সহ বেশ কয়েকটি জ্যান্ত পাখি উদ্ধার করল বর্ধমান বনদপ্তর। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।দুটি মোটরসাইকেল ও কয়েকটি জাল আটক করা হয়েছে।
বর্ধমানে সহকারী বনাধিকারিক সোমনাথ চৌধুরী জানিয়েছেন ; ধৃত দুজনের নাম ; তপন মন্ডল ও সঞ্জয় ঢালি। জিজ্ঞাসাবাদে জানা গেছে এদের বাড়ি কাঁকসার গোপালপুরে। জানা গেছে; এরা জাল দিয়ে বিভিন্ন প্রজাতির পাখি ধরত।
নিজেরা খেতো বা বিক্রি করে দিত। এদের কাছ থেকে পাঁচটি পাখি পাওয়া গেছে। ধৃতদের আজ আদালতে পাঠানো হবে।