শুভময় পাত্র, বীরভূম:- বীরভূমের বোলপুর টাউন ক্লাব মাঠে এদিন পালিত হল বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয় এর বাৎসরিক ক্রিয়া দিবস অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই প্রদীপ প্রজ্জালনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন বোলপুরের মহকুমা শাসক তথা কেন্দ্রীয় বিদ্যালয়ের মনোনীত চেয়ারম্যান অয়ন নাথ মহাশয়। বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ অদম্য ইচ্ছার কারণে বেশ কয়েক বছর পরেই আবার ঘটা করে বার্ষিক ক্রিয়া দিবস উদযাপন করল বোলপুর কেন্দ্রীয় বিদ্যালয়।
বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ মহাশয়ের পতাকা উত্তোলনের পরেপরেই ছাত্র ছাত্রীরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রারম্ভিক সূচনা করেন এই ক্রিয়া দিবসের।
ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকম নাচ গান ও যোগব্যায়ামের উপর বিভিন্ন রকম কর্মসূচি ছিল এই ক্রিয়া দিবস কে উপলক্ষ করেই। এদিনের এই অনুষ্ঠানে অভিভাবকদের উপস্থিতির হার ও ছিল চোখে পরার মত।