তনুশ্রী চৌধুরী, কাঁকসা :- শুক্রবার ছিলো মরশুমের সবথেকে শীতলতম দিন।শুক্রবার সকালে কলকাতার তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি ছিলো।তেমনই আজ সকালে পানাগড় বাজারে তাপমাত্রা প্রায় ১১ডিগ্রির কাছে নেমে আসে।
সকাল থেকেই গোটা এলাকা কুয়াশাচ্ছন্ন থাকে।বেলা বাড়তে রোদের দেখা মিললেও কুয়াশার কারণে শীত অনুভূত হয়।সকাল থেকেই উত্তরে হওয়ার কারণে প্রবল শীত অনুভূত হয় পানাগড়ে।
পানাগড়ের বাসিন্দারা জানিয়েছেন এমনিতেই পানাগড়ে অতিরিক্ত পরিমানে ঠান্ডা অনুভূত হয় যার কারণে দার্জিলিং কিংবা কলিংপং এর পরের স্থান হয় পানাগড়।প্রতি বছরই রাজ্যের দ্বিতীয় শীতলতম স্থান হিসেবে পানাগড়ের নাম উঠে আসে সংবাদ শিরোনামে।
এবছরও প্রবল ঠান্ডা পড়বে বলে অনুমান পানাগড়ের বাসিন্দাদের।