সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমানে ৮ জানুয়ারি সভা হবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বর্ধমান জেলা বিজেপি পার্টি অফিসে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ২ জানুয়ারি কোর্ট খুললে বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ তা আদালতে যাবেন।
পাশাপাশি তিনি হুঁশিয়ারী দেন আগামীকাল রানাঘাটে দেখা হবে। তিনি অভিযোগ করেন, পাঁচ বার জেলা প্রশাসনের কাছে সভার জন্য অনুমতি চেয়েও পাওয়া যায় নি।কখনো পুলিশ নিরাপত্তা দেখিয়ে আবার কখনো অন্য কারণ দেখিয়ে সভার অনুমতি দেয় নি জেলা প্রশাসন।
অন্যদিকে তিনি বলেন, তারিখ নিয়ে আমি যা বলেছিলাম তা হয়েছে। বাকীটার দায় মিডিয়ার।ধামাকা হবে এসব দায় মিডিয়ার ঘাড়ে চাপান শুভেন্দু অধিকারী।
৮ জানুয়ারি বর্ধমানের সভায় ২৫ হাজার লোকের টার্গেট হবে তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় জানান। কোন কারণ ছাড়াই আমাকে সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। আসলে বিজেপির সভায় প্রচুর লোক দেখে ভয় খেয়েছে।