Type Here to Get Search Results !

বর্ধমান পুরসভার ৩৪ নং ওয়ার্ডে পুকুরে ভরাট করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ




সংবাদদাতা, পূর্ব বর্ধমান :- বর্ধমান পুরসভার অন্তর্ভুক্ত ৩৪ নং ওয়ার্ডের রাধানগরে পুকুরে ভরাট করে নির্মাণ কাজ চালানোর অভিযোগ ।  পৌরসভার চেয়ারম্যান সহ আধিকারিকরা আপাতত কাজ বন্ধের নির্দেশ দিয়েছেন।  পরে যৌথ সার্ভে হবে। এই জায়গাটি রাধানগর এলাকায় অবস্থিত। 














বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান; অভিযোগ পাবার পর আজ তিনি ; বর্ধমান থানার আই.সি ; পুরসভার সচিব সহ অন্যান্যরা ওই জায়গাটি পরিদর্শনে যান। ছিলেন মালিক পক্ষের এক প্রতিনিধি । আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সব কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। যদি কোনো বেনিয়ম দেখা যায় মালিকপক্ষকে নিজে খরচে পূর্বাবস্থা ফিরিয়ে দিতে হবে।
















এ বিষয়ে বিজেপি নেতা সুধীরঞ্জন কুমার সাউয়ের অভিযোগ ; 'গোটা শহর জুড়ে সব ওয়ার্ডেই বে আইনি নির্মাণ চলছে বিধায়কের মদতে।প্রোমোটার এ শহরে জনপ্রতিনিধি। স্বয়ং কাউন্সিলর বে আইনি বাড়ি করেছেন। '















তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান; বে আইনি কাজ হলে পুরসভা ব্যবস্থা নেবে।  বিরোধীদের অভিযোগের সারবত্তা নেই। 














যদিও মালিকপক্ষের তরফে নীলকমল মন্ডল দাবি করেন; তারা কোনো পুকুর ভরাট বা বোঝানোর কাজে যুক্ত নন। সব কাগজপত্র তারা জমা দেবেন। তারপর যদি দেখা যায় ; কোনো ভুল তারা করেছেন সংশোধন করে নেবেন তারা।

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad