তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে শনিবার সকালে একটি বালি বোঝাই ডাম্পার আটক করলো ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা।
বেআইনিভাবে বালি পাচারের অভিযোগে শনিবার সকালে মহকুমা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের নির্দেশে কাঁকসা ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা অভিযানে নেমে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কের মিনিবাজার এলাকা থেকে ডাম্পার টিকে আটক করে।আটক হওয়া ডাম্পার টিকে কাঁকসা থানা প্রাঙ্গনে পুলিশের সেফ কাস্টডি তে রাখা হয়েছে।