তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের দুদিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁকসার গোপালপুরে।এদিন কাঁকসার গোপালপুরে অনুষ্ঠানে যোগ দেন ইল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাতিপতি মমতা বালা ঠাকুর,এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই বর্ধমান জেলার ও পার্শ্ববর্তী জেলার মতুয়া মহা সংঘের সদস্যরা।
এদিন সম্মেলন থেকে মতুয়া মহা সংঘের সংঘঠন নিয়ে আলোচনার পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে সমস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষ কোন পথে এগোবেন সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি এদিন কাঁকসা থেকে নিঃস্বর্ত নাগরিকত্বের দাবি জানালেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের সংঘাধিপটি মমতা বালা ঠাকুর।তিনি বলেন 'বিজেপির নাগরিকত্বের প্রলোভনে মতুয়া সম্প্রদায় আর পা দেবে না।ওরা মতুয়া সম্প্রদায়ের মানুষদের নিয়ে রাজনীতি করছে'।
তিনি বলেন প্রধানমন্ত্রী রাজ্যে অনেকবার এসেছেন কিন্তু ঠাকুর বাড়ির জন্য তিনি কিছুই করেন নি। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে থেকেছেন।ঠাকুর বাড়ির জন্য অনেক কিছুই করেছেন।তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মতুয়া সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকবে বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।