তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শনিবার পানাগড় বাজারে মিত্র সংঘ ময়দান থেকে একগুচ্ছ প্রকল্পের সূচনা করলেন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগের রাজ্যের মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার।
এদিন ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে কাঁকসার পানাগড় বাজারের বাস স্ট্যান্ডের যাত্রী প্রতীক্ষালয়, কাঁকসা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে সৌর বিদ্যুৎ প্রকল্প, গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে গ্রন্থাগার, পানাগড় বাজারে সৌর বিদ্যুৎ বাতিস্তম্ভ, ২৬ টি অঙ্গনআরি কেন্দ্রের সৌর বিদ্যুৎ প্রকল্পের সূচনা করেন মন্ত্রী প্রদীপ মজুমদার।
এদিন প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সভাধীপতি সুভদ্রা বাউড়ি, সহ সভাধিপতি সমীর বিশ্বাস, কাঁকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান শুক্লা সিং, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ অন্যান্যরা।