সোমনাথ মুখার্জী :- অন্ডল :- কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অপব্যবহার, ১০০ দিনের প্রকল্পের টাকা আটকে রাখা সহ কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে বুধবার বিকেলে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস ।
শংকরপুর মোড় ট্যাক্সি স্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয় । বাজার, মাধাইগঞ্জ রোড ঘুরে মিছিলটি শেষ হয় সিনেমা হল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে । এদিনের মিছিলে উপস্থিত ছিলেন দলের নেতা তথা উখরা গ্রাম পঞ্চায়েতের সদস্য শরন সাইগল, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রঞ্জিত ধীবর, পঞ্চায়েত সদস্য সীমান্ত গড়াই সহ কর্মী, সমর্থকরা ।
মিছিল শেষে শরন বাবু জানান কেন্দ্রীয় সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে কেন্দ্রীয় তদন্ত এজেন্সি গুলিকে ব্যবহার করছে । ১০০ দিনের প্রকল্পের বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না রাজ্যকে । এছাড়াও সরকারের জনবিরোধী নীতি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এই দিনের মিছিল বলে জানান তিনি ।