নীলেশ দাস, আসানসোল:- সিভিক ভলান্টিয়ারদের নায্য বেতনের দাবিতে আসানসোলের বিএনআর মোড়ে বিজেপির যুব মোর্চার আন্দোলন ঘিরে উত্তেজনা।
পুলিশের সঙ্গে আন্দোলন কারীদের বচসা ও ধস্তাধস্তি।বিজেপির যুব মোর্চার নেতা ও কর্মীদের আটক করে পুলিশের গাড়িতে নিয়ে যাওয়া হয়।
এদিন পূর্ব নির্ধারিত অনুযায়ী সিভিক ভলান্টিয়ারদের নায্য বেতনের দাবিতে পুলিশ কমিশনার অফিসে ধর্না অবস্থান কর্মসূচি করার কথা ছিল।সেই মতো বিজেপির যুব মোর্চার কর্মী ও সমর্থকরা বিএনআর মোড়ে আন্দোলন করার জন্য জমায়েত ঘিরে উত্তেজনা।পুলিশের সঙ্গে বিজেপির যুব মোর্চার নেতৃত্বদের ধস্তাধস্তি।পরে বেশ কয়েকজন আন্দোলন কারীকে আটক করেছে।
পাশাপাশি আন্দোলনরত 28 জন বিজেপির নেতা ও কর্মীদের গ্রেপ্তার এর প্রতিবাদে এদিন আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখালো বিজেপির যুব মোর্চার নেতৃত্বরা।
তাদের দাবি অবিলম্বে গ্রেপ্তার হওয়া বিজেপি যুব মোর্চার নেতৃত্বদের ছাড়তে হবে।এই দাবিতেই এই বিক্ষোভ দেখানো হয়েছে।এই বিক্ষোভ ঘিরে যাতে কোনো অশান্তি না হয় তারজন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।