সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- শাসকদলের গোষ্ঠী কোন্দলের গেরোয় কাউন্সিলর। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অথচ তাকেই বাধা।তাকেই দলীয় কার্যালয়ে বসতেই দেওয়া হল না। তিনি যাতে কার্যালয়ের ভিতরে বসতে না পারেন তারজন্য কার্যালয়ের মেন গেটে পড়লো তালা।
অগত্যা বাধ্য হয়েই কার্যালয়ের সামনেই রাস্তার আলোতে চেয়ার টেবিল পেতে ওয়ার্ডের নাগরিকদের পরিষেবা দিলেন কাউন্সিলর। রবিবাসরীয় সন্ধ্যায় বর্ধমান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কালনাগেট ভদ্রপল্লীর এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।
৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিমরন বাল্মিকীর অভিযোগ,প্রতিদিনই অফিস খোলা থাকে,তাস খেলা হয়।তাদের কে আমি তাস খেলা বন্ধ করতে বলেছিলাম,এসব নিয়ে প্রতিবাদ করেছিলাম,তাই দলীয় কার্যালয় বন্ধ করে রেখেছে। নাম না করে দলীয় কর্মীদের একাংশের বিরুদ্ধেই তিনি ক্ষোভ উগড়ে দেন।
এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী বাবলু ঘোষ বলেন, প্রতিদিনই সন্ধ্যায় পার্টি অফিস খোলা হয়।রবিবারও খোলা হয়েছিল। আমি সকালে চাবি চাইলে বলা হয় চাবি নেই।
অন্যদিকে বিজেপি বর্ধমান জেলা কমিটির মুখপাত্র সৌম্যরাজ ব্যানার্জী বলেন, 'পুরোটাই টাকার খেলা।মূলত তোলাবাজি নিয়ে ওয়ার্ডের স্বঘোষিত এক তৃণমূল নেতার সঙ্গে কাউন্সিলরের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এসব হচ্ছে বলে তিনি দাবি করেন।'