তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের কাঁকসা আঞ্চলিক কমিটির ১০ম সম্মেলন অনুষ্ঠিত হলো কাঁকসার পানাগড় গ্রামের সন্তোষ কুমার দে মঞ্চে। এদিন পানাগড় গ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এই সম্মেলনে প্রায় ১০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সূচনা হয়।সম্মেলনে এদিন সংগঠনের যে সমস্ত প্রয়াত প্রাক্তন সদস্যরা ও শিল্পীরা ছিলেন তাদের শ্রদ্ধা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল,জেলা ও রাজ্য স্তরের শিল্পীরা।