তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক গুচ্ছ দাবিকে সামনে রেখে কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েত এলাকা জুরে পদ যাত্রা করলো বাম কর্মীরা। রবিবার দুপুরে সিপিআইএম এর কাঁকসা ৩নম্বর এরিয়া কমিটির উদ্যোগে কাঁকসার আমলা জোড়া গ্রাম পঞ্চায়েতের বিহার পুর থেকে বিভিন্ন গ্রাম ঘুরে কাঁকসার রাজবাঁধে পদ যাত্রা শেষ হয়।
পদযাত্রায় উপস্থিত ছিলেন বাম নেতা আভাস রায় চৌধুরী,পশ্চিম বর্ধমান জেলার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য বিরেস্বর মন্ডল,অলোক ভট্টাচার্য্য, বাম নেতা জনার্ধন চ্যাটার্জি সহ শতাধিক বাম কর্মী সমর্থক।এদিন পদ যাত্রায় 'গ্রাম জাগাও চোর তারাও,বাংলা বাঁচাও' স্লোগান তুলে দুর্নীতি মুক্ত পঞ্চায়েত ও রাজ্য গড়ার ডাক দেন বাম কর্মীরা।