তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ধারে কাঁকসার দুনম্বর কলোনী এলাকায় বিপুল পরিমাণে হেলমেট উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।বনদফতরের জায়গা থেকে উদ্ধার হওয়ায় সমস্যায় পড়েছেন বন দফতরের আধিকারিকরা।
কে বা কারা এই হেলমেট ফেলে দিয়ে যায় তা জানা নেই।তবে বন দফতরের জায়গায় হেলমেট গুলি পরে থাকার কারনে সেগুলিকে অন্যত্র সরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার পুলিশ ও পানাগড় বন বিভাগের আধিকারিকরা।
যদিও এই হেলমেট সেনাবাহিনীর হেলমেট নয় বলেই সেনা সূত্রে জানানো হয়েছে।কারণ হেলমেটের উপরে ফায়ার ও নম্বর লেখা যা সেনা বাহিনীর কোনো দফতর ব্যবহার করে না।