সোমনাথ মুখার্জী জামুরিয়া :- ফের দিনের আলোয় জামুরিয়া এলাকায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়িক থেকে লুট লক্ষাধিক টাকা।সূত্র মারফত জানা যায় জামুড়িয়ার এক তেল মিলের ব্যবসায়ী রাজেশ দোকানীয়ার কর্মচারী বারাবনি এলাকা থেকে গিয়েছিলেন বকেয়া টাকা আনতে ,ঘটনা সূত্রে জানা যায় আজ প্রায় ১ টা থেকে ১:৩০ মিনিট নাগাদ বারাবনি থেকে টাকা সংগ্রহ করে নিয়ে আসার সময় বারাবনি এরিয়া ছাড়তেই জামুরিয়া ধুয়াডাঙ্গা সংলগ্ন ফাঁকা রাস্তায় তাকে দুটি মোটর বাইক নিয়ে দাঁড় করায় দুষ্কৃতীরা।
সঙ্গে সঙ্গে আগ্নেয়াস্ত্র বের করে তার কাছ থেকে দেড় লক্ষ টাকা চিন্তায় করে চম্পট দুষ্কৃতির দল। জানা যায় প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল তারই সাথে যে মোটরসাইকেলে এসেছিল সেই মোটরসাইকেলে কোন নাম্বারও প্লেট লাগানো ছিলনা বলে জানা যায়।
বেশ কিছুদিন আগে ঠিক একই ঘটনা ঘটেছিল জামুড়িয়া তালতোড় মোড়ের সামনে , যদিও সে ব্যাপারে পুলিশ সূত্রে জানা যায় অপরাধীকে ধরতে সক্ষম হয় । কিন্তু পুনরায় আজ এ ঘটনায় জামুরিয়া ব্যবসায়ী মহলদের মনে দুশ্চিন্তা ঢুকিয়ে দিয়েছে !