সংবাদদাতা,পাণ্ডবেশ্বর :- দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে মন্তব্যের জেরে রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভার লাউ দোহা এলাকায় ধিক্কার মিছিল করলো বিজেপি ।
দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মর্ম সম্পর্কে রাজ্যের কারামন্ত্রী তথা তৃণমূল নেতা অখিল গিরির মন্তব্যের জেরে তোলপাড় রাজ্য রাজনীতি । রাজ্যের প্রায় সমস্ত জেলায় বিজেপি ও তৃণমূল নেতার রাষ্ট্রপতি সম্পর্কে মন্তব্যের প্রতিবাদের ধিক্কার মিছিল করে । রবিবার তৃণমূল নেতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয় পাণ্ডবেশ্বর মন্ডলের বিজেপির কনভেনার রূপক পাঁজার উদ্যোগে ।
লাউদোহা ও ঝাঁজরা কলোনি এলাকায় পদযাত্রার মাধ্যমে ধিক্কার মিছিল করা হয় রবিবার দিন বিকেল চারটে নাগাদ । মিছিলে পাণ্ডবেশ্বর মন্ডলের বিজেপির আহবায়ক রূপক পাঁজা বলেন, যেভাবে তৃণমূল নেতা তথা বাংলার কারা মন্ত্রী অখিল গিরি একজন দেশের মহিলা রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তাতেই তৃণমূলের সংস্কৃতি বোঝা যায় । তিনি বলেন তৃণমূল নেতাদের এই ধরনের মন্তব্যের প্রতিবাদে দেশজুড়ে তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রতিবাদ ও ধিক্কার জানানো হবে ।