তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসায় গ্রেফতার হওয়া ভুয়ো সাংবাদিক কে সোমবার পুলিশি হেফাজতের পর মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দীনেশ জানা কাঁকসায় এক ব্যক্তির বাড়িতে ভাড়া থাকতেন। নিজেকে মানবধিকার সংগঠনের সদস্য পরিচয় দেওয়ার পাশাপাশি সাংবাদিক পরিচয় দিয়ে প্রেস লেখা স্টিকার দেওয়া একটি স্কর্পিও গাড়িতে করে কাঁকসার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন।
কাঁকসা থানার পুলিশের সন্দেহ হলে তাকে গত ৩ তারিখ রাত্রে গ্রেফতার করে ৪ তারিখে মহকুমা আদালতে পেশ করা হলে।মহকুমা আদালতের বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
৫দিনের পুলিশি হেফাজতের পর গত ৯ তারিখে তাকে ফের মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক তাকে ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিলে পুলিশি হেফাজতের পর আজ তাকে ফের মহকুমা আদালতে পেশ করে পুলিশ।