তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- মিলছে না সেন্টারে চাল ডাল সহ খাদ্য সামগ্রী যার কারণে সমস্যায় পড়তে হচ্ছে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের। যার ফলে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে আইসিডিএস কেন্দ্রের কর্মীদের। তাই সোমবার কাঁকসার বিডিওর কাছে ডেপুটেশন দিলেন কাঁকসা ব্লকের আইসিডিএস সেন্টারের কর্মীরা।
তাদের অভিযোগ গত তিন মাস আগে তাদের সেন্টারের খাদ্য সামগ্রী পাঠানো হয় তারপর থেকে আর কোন খাদ্য সামগ্রী পাঠানো হয়নি। নিজেদের টাকা খরচ করেই তারা বেশ কিছুদিন খাদ্য সামগ্রী কিনেছেন সেই টাকা আজও তারা পান নি।
এর ফলে আইসিডিএস কেন্দ্রের অধীনে থাকা ছোট ছোট শিশু, গর্ভবতী ও প্রসূতি মা দের কোনভাবে তারা খাবার দিতে পারছেন না। যার কারনে এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়তে হচ্ছে বারংবার। কাঁকসার বিডিও যাতে দ্রুত এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করে সেই আবেদন নিয়ে বিডিওর দারস্ত হয়েছেন তারা।