সংবাদদাতা, অন্ডাল : সচেতনতার অভাবেই ঘটে বেশিরভাগ দুর্ঘটনা । ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালালে অনেক ক্ষেত্রেই দুর্ঘটনা এড়ানো যায় । কিভাবে দুর্ঘটনা এড়াবেন গাড়ি চালানোর সময় কি কি নিয়ম মেনে চলা উচিত, চালক ও আরোহীদের এ সম্পর্কে সচেতনতা বাড়াতে কয়েক বছর আগেই সরকারের পক্ষ থেকে 'সেভ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি চালু করা হয়েছে ।
এই কর্মসূচির ফলে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে প্রশাসনের দাবি । শনিবার সেই লক্ষ্যে-ই অন্ডাল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে সচেতনতা কর্মসূচি পালন করা হলো অন্ডালের শঙ্করপুর মোড় ও উখরা বাজপায় মোড়ে । উপস্থিত ছিলেন অন্ডাল ট্রাফিক গার্ড থানার ওসি এমডি আলী সহ অন্যান্য আধিকারিকেরা ।
বাইক চালকদের হেলমেট পড়ে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের গোলাপ ফুল উপহার দিয়ে সতর্ক করা হয় এদিন পুলিশের পক্ষ থেকে ।