সোমনাথ মুখার্জি , অন্ডাল : শুক্রবার জাতীয় সড়কের অন্ডাল টপ লাইনে কয়লা ভর্তি দুটি লরি ধরা পড়ল পুলিশের তৎপরতাই । সূত্র মারফত জানা গেছে শুক্রবার রাতে জাতীয় সড়কের টপ লাইনে নাকা চেকিং চলছিল । সূত্র মারফত পুলিশের কাছে খবর ছিল এই রাস্তা দিয়ে কয়লা পাচার হবে । সেই মতো ফাঁদ পেতে দাঁড়িয়েছিল পুলিশ ।
আসানসোলের দিক থেকে দুটি সন্দেহজনক লরি আসতেই পুলিশ সেগুলি আটকায় । দুটি লরিতে ছিল মোট ৪০ মেট্রিক টন কয়লা । চালক কয়লার বৈধ কাগজ দেখাতে পারেনি বলে পুলিশের দাবি । এরপর ড্রাইভার সহ লরি দুটিকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ । কয়লা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় গৌরীশংকর মাহাতো ও ফজিজুল মীর নামে দুই ড্রাইভারকে ।
ধৃত গৌরীশংকর পাণ্ডবেশ্বর এর হরিপুর ও ফজিজুল মীর গোলসি থানার পুরসা এলাকার বাসিন্দা বলে জানা গেছে । বারাবনি থানার গৌরন্ডি থেকে পাচারের উদ্দেশ্যে কয়লা ভর্তি লরি দুটি যাচ্ছিল কলকাতার উদ্দেশ্যে । ধৃতদের আজ শনিবার পুলিশ পেশ করে দুর্গাপুর মহকুমা আদালতে । জিজ্ঞাসাবাদের জন্য দশ দিন হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ বলে সূত্রের খবর ।