তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শান্তির বার্তা নিয়ে বিশ্ব ভ্রমণে বেরিয়েছেন এক জার্মানির বাসিন্দা। বিভিন্ন দেশ ঘুরে কলকাতা হয়ে দিল্লি যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় এসে পৌঁছান পশ্চিম বর্ধমানের (paschim Bardhaman) দুর্গাপুরের (Durgapur) গোপালপুরে।
সেখানে তাকে দেখতে পেয়ে উৎসাহের সাথে ভিড় জমান গোপালপুরের মানুষেরা। খবর পেয়ে তার সাথে সাক্ষাৎ করেন গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান জয়জিৎ মন্ডল।।তিনি ওই বিদেশী পর্যটকের গোপালপুরে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা করেন।
পাশাপাশি গোপালপুরে অনুষ্ঠিত একটি মেলা তাকে ঘুরিয়ে দেখানো হয়। জার্মানি থেকে আসা ওই বিদেশি পর্যটক জানিয়েছেন তিনি চেষ্টা করবেন আবারও ভারতবর্ষে আসার এবং বিশেষ করে কলকাতার মানুষের সাথে পুনরায় দেখা করার।
পৃথিবীর বহু দেশ তিনি সাইকেলে করে ভ্রমণ করেছেন কিন্তু ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষের সাথে আলাদা একটা সম্পর্ক তৈরি হয়েছে তার।তাই পশ্চিমবঙ্গে আসলে তিনি ফের দুর্গাপুরের মানুষের সাথে আবারো দেখা করবেন বলে জানান তিনি।