নীলেশ দাস, কুলটি:- শুক্রবার রাত্রে ঝাড়খণ্ডের গাঢ়ওয়া থেকে হাইড্রোকোলোরিক অ্যাসিড বোঝাই ট্যাংকার কলকাতার (Kolkata) উদ্যেশে যাওয়ার পথে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) কুলটি (Kulti) থানার চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দু নম্বর জাতীয় সড়ক (NH2) বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুড়ি চেকপোষ্টের কাছে ট্যাংকারের চালক লক্ষ্য করে যে ট্যাংকার থেকে অ্যাসিড লিক করছে।
এরপর ওই ট্যাংকারের চালক তাড়াতাড়ি দুনম্বর বাইপাস জাতীয় সড়ক থেকে হাইড্রোকোলোরিক অ্যাসিড বোঝাই ট্যাংকারটি চৌরাঙ্গি ফাঁড়ির অন্তর্গত দামাগড়িয়া রেল ব্রিজের নিচে ফাঁকা যায়গায় দাড় করিয়ে দেয়। এবং প্রচন্ড পরিমানে অ্যাসিড বেরোতে থাকে।ফলে আশে পাশে ধৌয়াতে ভোরে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় চৌরাঙ্গি ফাঁড়ির পুলিশ ও চৌরাঙ্গি ফাঁড়ির আধিকারিক অলোকেশ ব্যানার্জী নিজে।খবর দেওয়া হয় দমকলকে।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও চৌরাঙ্গিফাঁড়ির আধিকারিক একযোগে প্রচেষ্টা চালায়।
অ্যাসিডের ধোওয়া ও ঝাঞ্জলো গন্ধ বের হওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হয় সবাই।তাও চেষ্টা চালিয়ে যায় এবং শেষ পর্যন্ত হাইড্রোকোলোরিক অ্যাসিড বোঝাই ট্যাংকার থেকে সমস্ত অ্যাসিড খালি করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।তবে গাড়ি চালকের বুদ্ধির জেরে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়।