তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- লরির ধাক্কায় গুরুতর আহত হলেন এক সাইকেল আরোহী। আহত ব্যক্তির নাম পার্থপ্রতিম দাস। ৪৫ বছর বয়সি পার্থপ্রতিম দাসের বাড়ি পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) বুদবুদ এলাকায়।
শুক্রবার সকালে কাঁকসার এল এন্ড টি মোড়ের কাছে দু নম্বর জাতীয় সড়কের দুর্গাপুরগামী সার্ভিস রোডের ওপর সাইকেল নিয়ে যাওয়ার সময় পিছন থেকে একটি লরি তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলে তিনি সাইকেল থেকে পড়ে যান রাস্তার ওপর।
এরপরই লরির চাকায় তার দুটি পা চাপা পড়ে যায়। গুরুতর আহত হন ওই সাইকেল আরোহী।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।