তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কন্যাশ্রী প্রকল্পের ১১ থেকে ১৮ বছর বয়সি কিশোরীদের নিয়ে কাঁকসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন কাঁকসা ব্লকের বিভিন্ন প্রান্তের ১১ থেকে ১৮ বছরের যে সমস্ত কিশোর কিশোরীরা কন্যাশ্রী প্রকল্পের আওতায় রয়েছে তারা এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
এদিন বিভিন্ন বিভাগের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিন অনুষ্ঠানে কাকসা গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সরাও বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি এদিন কাঁকসা ব্লকের আইসিডিএস প্রকল্পের আধিকারিকরাও অনুষ্ঠানে যোগ দেন।