তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আইপিএল এর ধাঁচে শুক্রবার থেকে পানাগড়ে ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো। পানাগর প্রিমিয়ার লিগ নামের এই ক্রিকেট প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নিয়েছে।
দুর্গাপুর কাঁকসা সহ বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন এলাকার খেলোয়াড় দের আইপিএল এর ধাঁচে নিলাম হওয়ার পর শুক্রবার থেকে শুরু হয় পানাগড় প্রিমিয়ার লিগ পানাগর মিত্র সংঘ ক্লাবের ময়দানে। ক্রিকেট প্রতিযোগিতা আগামী তিন দিন ধরে চলবে।
উদ্যোক্তারা জানিয়েছেন পানাগড়ে এই প্রথমবার এই ধরনের প্রতিযোগিতা করা হয়েছে যা আগামী দিনে এলাকার তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের উৎসাহ বাড়াবে।