সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- হঠাৎই পুকুরে ভেসে উঠলো শ'য়ে শ'য়ে মরা মাছ। ঘটনা পূর্ব বর্ধমানের রায়নার গোপালপুর গ্রামের একটি পুকুরে।কয়েকজন বন্ধু মিলে লিজ নিয়ে মাছ চাষ করেছিলেন পুকুরে।
শুক্রবার পুকুর পাড়ে গিয়ে দেখতে পান প্রচুর মাছ মরে জলে ভাসছে। খবর দেওয়া হয় রায়না থানার পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশেপাশের মানুষজনকে জিজ্ঞাসাবাদ করে।
কম করে ৫ কুইন্টাল মাছ ছিল পুকুরে।প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পুকুরের মালিক। পুকুরে বিষক্রিয়ার জন্যই মাছে মারা গেছে বলে প্রাথমিক ধারণা।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।