তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বাসিন্দাদের সাথে পুলিশের সু সম্পর্ক গড়ে তুলতে শুক্রবার কাঁকসা থানা প্রাঙ্গনে মিট ইয়োর অফিসার অনুষ্ঠিত হয়।এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা,কাঁকসার বিশিষ্ট জনেরা ও এলাকার বাসিন্দারা।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন কাঁকসার মানুষের সবধরনের সুবিধা অসুবিধার জন্য প্রশাসন সব সময় পাশে থাকে।এলাকার মানুষের অসুবিধা হলে কিভাবে তারা প্রশাসনের দারস্ত হবে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি প্রায় ১০০ জন দুঃস্থ মানুষের হাতে শীত কম্বল প্রদান করা হয়।