তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার বিভিন্ন প্রান্ত থেকে একাধিক ব্যক্তির চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দেওয়া হলো শুক্রবার।
এদিন কাঁকসা থানা প্রাঙ্গনে ১৫টি হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করে মোবাইলের মালিকদের হাতে তুলে দেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি ইস্ট অভিষেক গুপ্তা ,কাঁকসার আইসি সন্দীপ চট্টরাজ,কাঁকসার এসিপি সুমন কুমার জয়সওয়াল সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।
হারিয়ে যাওয়া মোবাইলের মালিক বীরেন্দ্র শ্রীবাস্তব জানিয়েছেন তার মোবাইল প্রায় ৬মাস আগে হারিয়ে যায়।কাঁকসা থানায় অভিযোগ জানানোর পর আজ পুলিশ তার মোবাইল উদ্ধার করে তার হাতে তুলে দেয়।কাঁকসা থানার পুলিশ কে ধন্যবাদ জানিয়েছেন তিনি।