তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আইসি ডি এস কেন্দ্রে পর্যাপ্ত খাবার না মেলায় মঙ্গলবার সকালে কাঁকসার মাধবমাঠে আইসিডিএস কেন্দ্রে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা।এলাকাবাসীর অভিযোগ কাঁকসার মাধব মাঠের আইসিডি এস কেন্দ্রে নিয়মিত শিশুরা খাবার পায় না।যা পায় তা অত্যন্ত নিম্নমানের। বর্তমানে মাঝে মধ্যেই খাবার দেওয়া হয় না।
এই বিষয় নিয়ে এলাকার বাসিন্দারা মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভ দেখাতে থাকেন।খবর পেয়ে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের সদস্য লাল্টু চ্যাটার্জি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়।পঞ্চায়েত সদস্য লাল্টু চ্যাটার্জি জানিয়েছেন কিছু সমস্যার কারণে নিয়মিত খাবার দেওয়া সম্ভব হয়ে উঠছে না।এই বিষয়ে বিডিওকে জানানো হয়েছে।এটা শুধু একটা কেন্দ্রে নয় সব কেন্দ্রেই সমস্যা রয়েছে।তবে এলাকাবাসীকে নিয়ে তারা আলোচনায় বসবেন যাতে আগামীদিনে আর কোনো সমস্যা না হয়।