তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বীর সংগ্রামী শহীদ বিরসা মুন্ডার জন্মজয়ন্তী উদযাপন হল কাঁকসার কুলডিহা আদিবাসী পাড়া ময়দানে।মঙ্গলবার দুপুরে এদিন অনুষ্ঠানের সূচনায় বিরসা মুন্ডার মূর্তি উন্মোচন করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এছাড়াও উপিস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের সহ সভাধিপতি সমীর বিশ্বাস,ADDA-র চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায়,আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার,রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দোপাধ্যায় সহ বিশিষ্ট জনেরা।
পাশাপাশি এদিন কুলডিহা আদিবাসী পাড়া ময়দানে আদিবাসী নৃত্যের পাশাপাশি নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোটা ময়দান জুড়ে বিভিন্ন সরকারি দপ্তরের কাউন্টার খোলা হয় যেখান থেকে এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের অসুবিধার কথা সরাসরি কাউন্টারে জানাতে পারবেন এবং সরকারের যে সমস্ত উন্নয়নমূলক প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা কিভাবে তারা পাবেন তা কাউন্টার থেকেই সরাসরি তারা আধিকারিকদের কাছ থেকে জেনে নিচ্ছেন।