সংবাদদাতা,পূর্ববর্ধমান:- বীরভূমের সাঁইথিয়া ফুলুরের বহরাপুর গ্রামে দুই দলের সংঘর্ষ।সংঘর্ষে বোমাবাজি হাত ও পা উড়লো দু'জনের।দু'জনকেই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করা হয়েছে।দু'জনেরই অবস্থা আশঙ্কাজনক। একজনকে আইসিইউ ভর্তি করা হয়েছে। উন্নত চিকিৎসারা জন্য কলকাতা নিয়ে যাওয়া হতে পারে।