সংবাদদাতা,রানীগঞ্জ:- রানিগঞ্জের সিআর সোল এলাকায় শ্মশানের মেরামত ও সংস্কারের জন্য ইডিডিএ কর্তৃক ১৮০০০০০ টাকারও বেশি অর্থ মঞ্জুর করা হয়েছে। এদিন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় , এর মাধ্যমে চারপাশে একটি সীমানা তৈরি করা হবে। শ্মশানের জন্য আনা মৃতদেহের স্বজনদের জন্য বসার জায়গার ব্যবস্থা করা হবে।
তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়কের প্রতিনিধি সঞ্জয় বাজোরিয়া, সমস্ত তৃণমূল কর্মী এবং স্থানীয় লোকজন। তাপস ব্যানার্জি বলেন যে স্থানীয় মানুষের দাবি ছিল শ্মশানটি পুনর্নির্মাণ করা হোক এবং যারা তাদের আত্মীয়-স্বজনদের দাহ করতে আসবে তাদের জন্য বসার একটা জায়গার ব্যবস্থা করা হোক এবং শ্মশানের টি পাঁচিল দিয়ে ঘেরা হোক । জনগণের সেই দাবি মেনে দাবি, বৃহস্পতিবার থেকে এই কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল।এই কাজে ১৮ লক্ষ টাকার বেশি খরচ হবে বলে জানান তিনি।