সোমনাথ মুখার্জি, রানীগঞ্জ :- সিপিআই (এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার রানিগঞ্জের গির্জা পাড়া এলাকায় অবস্থিত সিপিআই (এম) অফিসে পৌঁছান। যেখানে তিনি স্থানীয় সিপিআই (এম) নেতাদের সাথে কথা বলেন এবং সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ সেলিম রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।
তিনি বলেন,'রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র আদিবাসীদের ভালবাসার ভান করেন, তিনি আদিবাসীদেরকে নিজের মনে করেন না।' মোহম্মদ সেলিম এও বলেন 'মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ সফরে গিয়ে গ্লাভস পরে আদিবাসীদের সাথে করমর্দন করেন ।তিনি বলেন, এসব করে তিনি আদিবাসীদের অপমান করেছেন। যখন তৃণমূল নেতা অখিল গিরি যেভাবে আদিবাসী দের অপমান করেছেন, তার জন্য তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাকে মন্ত্রী পদ থেকে বহিস্কার করার জায়গায় মুখ্যমন্ত্রী ক্ষমা চাইছেন। কারণ তিনি জানেন বাংলায় আদিবাসীদের ভোট গুরুত্বপূর্ণ ।'
সিপিএম রাজ্য সম্পাদক অভিযোগ করেন যে,আজ বাংলায় 'দুর্নীতিবাজদের' আধিপত্য। তিনি বলেন 'একটা অনুব্রত নয় উপর থেকে নিচ পর্যন্ত সব তৃণমূল নেতায় দুর্নীতিগ্রস্ত '। মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন যে বিজেপি, আরএসএস এবং এটিএমসি সেটিংয়ে কাজ করেছে এবং সেখান থেকে কখনও কখনও টিএমসি নেতাদের বিরুদ্ধে কোনো মামলা গুরুত্ব দিচ্ছে আবার কখনও কখনও শিথিল হচ্ছে। তবে বামপন্থীরা এমনটি হতে দেবে না। জায়গায় জায়গায় গিয়ে মানুষকে সচেতন করা হবে যাতে মানুষ দুর্নীতিবাজদের বিরুদ্ধে আন্দোলন করে।