তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এলাকাবাসীর তৎপরতায় জীবন বাঁচলো নিকাশি নালায় পরে যাওয়া একটি গরুর।ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের পানাগড়ের রণডিহা মোড় সংলগ্ন এলাকায়।বৃহস্পতিবার বিকালে রণডিহা মোড়ের কাছে খোলা মুখের নিকাশিনালায় হঠাৎই একটি গরু পরে যায়।রাস্তা দিয়ে পারাপার করার সময় এক ব্যক্তি দেখতে পেয়ে আশেপাশের ব্যবসায়ীদের ডাকেন।
শুরু হয় উদ্ধারকাজ।ছোট আকারের নিকাশিনালার উল্টো ভাবে গরুটি পরে যাওয়ার কারণে উঠতে পারছিল না গরুটি। অপর দিকে নিকাশি নালায় জল থাকায় সমস্যায় পড়তে হচ্ছিলো।ব্যবসায়ীরা দীর্ঘক্ষন চেষ্টার পরে স্থানীয় এক ব্যক্তির একটি ক্রেন নিয়ে উদ্ধার করা হয় গরুটিকে।
স্থানীয়দের অভিযোগ নিকাশিনালার মুখ খোলা থাকায় নিত্য দিন ঘটছে দুর্ঘটনা। অসাবধান হলেই নিকাশি নালায় পরে যায় অনেকেই।মানুষের পাশাপাশি গৃহপালিত জীবরাও নিকাশিনালায় পরে গিয়ে আহত হচ্ছে। প্রশাসন দ্রুত নিকাশি নালার খোলা মুখ বন্ধ করুক এই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা।