সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের ভাতারের বানেশ্বরপুর এলাকায়।
ভাতারের বানেশ্বরপুর ও বড়বেলুন গ্রামের মধ্যবর্তী মাঠের একটি পুকুর থেকে দেহটি উদ্ধার হয়। এদিন বেলপুকুর নামে ওই পুকুর থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হতে থাকে,পুকুরের পাশ দিয়ে যাওয়া স্থানীয় মানুষজনের সন্দেহ হতেই পুকুরের কাছে গিয়ে দেখেন এক ব্যক্তির পচাগলা দেহ ভাসছে।
এরপরেই খবর দেওয়া হয় ভাতার থানার পুলিশকে। পুলিশ তড়িঘড়ি গিয়ে দেহটি উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। পরনে ছিল হাফপ্যান্ট ও জামা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দিন পাঁচ ছয় আগের ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহের মধ্যে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
মৃত্যুর সঠিক কারণ জানতে দেহটি বর্ধমান পুলিশ মর্গে পাঠানো হয়েছে। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।