সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- প্রাথমিক বিদ্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখালো কংগ্রেস। বুধবার পূর্ব বর্ধমান জেলা কংগ্রেসের পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসের সামনে বিক্ষোভ দেখায়। তারপর তারা জেলাশাসকের কাছে ডেপুটেশন দেয়।
এখানে উল্লেখ্য একটি বন্ধ থাকা স্কুল ভেঙে দেওয়া হয় বেশ কয়েকদিন আগে ।এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের ১৫ নম্বর ওয়ার্ডের ২ নম্বর শাঁখারীপুকুর এলাকায়।
২ নম্বর শাঁখারীপুকুরের সেবক সংঘের পাশে একটি প্রাইমারী স্কুল ৩০ বছর ধরে বন্ধ অবস্থায় ছিল। স্কুলে ছাত্র বা শিক্ষক কেউই যেত না। গত শুক্রবার সকালে ক্লাবের মাঠ সংলগ্ন স্কুলটিকে সেবক সংঘের সদস্যরা ভেঙে দেয় বলে অভিযোগ ওঠে ।ঘটনার খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ যায়। ততক্ষণে অবশ্য স্কুলবাড়িটিকে ভেঙে ফেলা হয়।