শুভময় পাত্র, বোলপুর:- রাস্তায় দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারালো একাদশ শ্রেণীর এক ছাত্র। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার থানা এলাকার চৌপাহারি জঙ্গলে।
আজ সকালে বন্ধুদের সঙ্গে বাইকে করে ইলামবাজার থেকে বোলপুর আসার পথে চৌপাহারি জঙ্গলে সেলফি তুলতে কিছুক্ষণের জন্য দাড়াই তিন স্কুল ছাত্র। আচমকা এক ডাম্পার এসে একজনকে আঘাত করে, রক্তাক্ত অবস্থায় তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেররা তাকে মৃত বলে ঘোষণা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে ইলামবাজারের ভগবতী বাজার এলাকার বাসিন্দা শেখ সুমন(১৭) তার দুই বন্ধুকে নিয়ে বোলপুরের দিকে রওনা দিয়েছিল। ইলামবাজার হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র শেখ সুমন মাঝে চৌপাহারি জঙ্গলে সেলফি তোলার উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। সেখানেই ছবি তোলার সময় আচমকা একটা ডাম্পার এসে তাকে ধাক্কা মারে।
এই ঘটনাই গুরুতর আহত হয় সেখ সুমন, বাকি দুই বন্ধুর কিছু না হলেও শেখ সুমনকে তৎক্ষণাৎ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকের আর মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে ইলামবাজারের ভগবতী বাজার এলাকায়।