সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- ভয়াবহ আগুনে ভস্মীভূত হল খড়ের পালুইসহ একটি চালাঘর। ঘটনায় জখম ৪ জন।পূর্ব বর্ধমানের ভাতারের পানোয়া গ্রামের ঘটনা।
মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ভাতারের পানোয়া গ্রামে একটি চালা ঘরে রান্না করতে গিয়ে অসাবধানতাবশত আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি খড়ের পালুয়ে। দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন। ঘটনায় চার জন জখম হন। জখম ব্যক্তিদের নাম টগর মোল্লা, টিটু শেখ, রামজিত বেসরা,সাইদুল্লা শেখ, জখমদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি,আমন ধান তোলার কাজের জন্য ভিন রাজ্য থেকে শ্রমিকরা পানোয়া গ্রামে একটি গৃহস্থের বাড়িতে এসেছে। কাজ সেরে তারা রান্না করতে গিয়ে কোনক্রমে আগুন ধরে যায়। বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে আগুন।
।খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ও স্থানীয় মানুষজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে বুধবারও আগুন সম্পূর্ণ নেভানো যায়নি। স্থানীয়রা জখমদের উদ্ধার করে ভাতার হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। সেখানে টগর মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।