সংবাদদাতা,অন্ডাল:- অন্ডালের বহুলার পোস্ট অফিস মোড়ের সামনে হঠাৎ একটা বাইকে আগুন লেগে যায় ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় । দাউ দাউ করে জ্বলতে থাকে বাইকটি।
স্থানীয় লোকেরা তাদের চেষ্টায় বাইকের আগুন নেভাতে সমর্থ হন । পরে ঘটনাস্থলে আসে পুলিশ। বাইকটি রাস্তা থেকে সরিয়ে রাস্তার যানবাহন চলাচল স্বাভাবিক করে পুলিশ।
কি কারনে আগুন লাগার ঘটনা ঘটেছে তদন্ত শুরু করছে পুলিশ । বাইকটি পুড়ে সম্পূর্ণ আগুনে ভর্মিভূত হয়ে যায়।