সংবাদদাতা,পূর্ব বর্ধমান:- বকেয়া ডি এ প্রদান ও শূণ্য পদে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগের দাবীতে বিক্ষোভ ও জেলাশাসককে ডেপুটেশন 'সংগ্রামী যৌথ মঞ্চের।'
হাইকোর্টের রায় মেনে AICPI অনুযায়ী সমস্ত বকেয়া ডি এ প্রদান এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে শূণ্য পদে স্থায়ী ও স্বচ্ছ নিয়োগ করতে হবে এই দাবী নিয়ে বিক্ষোভে সামিল হল সংগ্রামী যৌথ মঞ্চ। শুক্রবার বর্ধমান স্টেশন চত্ত্বর থেকে মিছিল করে আন্দোলনকারীরা কার্জনগেট চত্ত্বরে আসেন। সেখানে চলে বিক্ষোভ।
উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, ইউনিটি ফোরাম, পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়ন, বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি সহ চব্বিশটি সংগঠন নিয়ে গঠিত এই সংগ্রামী যৌথ মঞ্চ। আন্দোলনকারীরা জানান, আমরা সরকারের সমস্ত কাজে সহযোগিতা করছি অথচ সরকার নিজের কর্মচারীদের বঞ্চনা করছে।
রাজ্যের প্রত্যেকটি জেলায় একই দাবীতে এই কর্মসূচি নেওয়া হয়েছে। একই দাবীতে আগামী ১৯ নভেম্বর উত্তর কন্যা অভিযান করা হবে জানান আন্দোলনকারীরা। দাবী না মিটলে আগামী জানুয়ারী মাসে গণছুটি ও কর্মবিরতিতে তারা সামিল হবেন। বিক্ষোভ শেষে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন জমা দেওয়া হয়।