সংবাদদাতা, পূর্ব বর্ধমান:- দুয়ারে সরকার শিবির থেকে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির । মৃতের নাম কাজল দাস(৫০)। মৃতের বাড়ি পূর্ব বর্ধমানের রায়নার উচালনে।
তিনি কেঁউটা গ্রামের দুয়ারে সরকার কর্মসূচির ক্যাম্প থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আরামবাগ বর্ধমান রোডের উচালন বাজারের কাছে গ্রামের ঢাল স্টপেজে দুর্ঘটনাটি ঘটে । বর্ধমান থেকে আরামবাগের দিকে একটি আসা একটি ট্রাকের সঙ্গে সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে সাইকেল আরোহী দুর্ঘটনাস্থলেই মারা যান।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসেন পুলিশ কর্মীরা। তৎক্ষণাৎ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়।ঘটনার জেরে সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘাতক ট্রাকের ড্রাইভার এবং খালাসী পলাতক।